× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন সিনেমায় শাকিব-সিয়ামের নায়িকা কারা?

বিনোদন ডেস্ক।

২৪ আগস্ট ২০২৫, ১৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

আবারো নতুন গুঞ্জন ঢালিউড জুড়ে। ঢাকাই সিনেমা মানেই যেন গুঞ্জন। নতুন সিনেমার ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় অভিনয়শিল্পী কে থাকছেন সেটি নিয়ে শোরগোল।  

বেশ কদিন ধরেই ঢালিউডে আবার নতুন কয়েকটি সিনেমার পাত্র-পাত্রী কে থাকছেন, তা নিয়ে জোর ফিসফাস চলছে। শাকিব খান থেকে বুবলী, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, তানজিন তিশা কে নেই এই গুঞ্জনের তালিকায়? এই গুঞ্জন শুরু হয়েছে ঢালিউডের দুই বড় বাজেটের সিনেমা নিয়ে।

শোনা যাচ্ছে এই দুই সিনেমার নায়ক শাকিবের নায়িকা তিশা ও সিয়ামের নায়িকা হিসেবে তুষির কথা। দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্য হতে চলেছে?

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে, শাকিবের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশার। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এটি পরিচালনা করবেন। সিনেমাটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। পরে লুক টেস্টসহ শুটিংয়ের আগের সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিংয়ে।

সূত্রটি নিশ্চিত করে, শাকিবের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত। শাকিব খানের এর আগের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল সাবিলা নূরের কথা। পরে তাকেই নায়িকা হিসেবে দেখা যায়। এবারও সম্ভবত সেই গুঞ্জন সত্যি হচ্ছে। যোগাযোগ করা হলেও সিনেমাটি নিয়ে এখন কোনো কথা বলতে চাননি তানজিন তিশা।

সিনেমার কলাকুশলী নির্বাচন নিয়ে সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ বলেন, আমরা এখন প্রি-প্রোডাকশনের কাজ করছি। সেটা নিয়ে ব্যস্ত বেশি। এখনো কেউ কেউ চূড়ান্ত নন। যে কারণে বলা কঠিন। আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি।

শিগগির সংবাদ সম্মেলন থেকে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে তান্ডব সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রায়হান রাফী। 

কেউ কেউ বলছেন, সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন। কারণ, এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান। হরর সিনেমাটির নাম ‘আন্ধার’। এটা নিয়েই রাফী এখন ব্যস্ত।

নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীও রয়েছেন। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাকে অভিনন্দন জানিয়েছেন সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। এ থেকেই ভক্তরা দুই দুইয়ে চার মিলিয়েছেন।

সিনেমা দুটির গল্প কী নিয়ে? প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তারা। তবে সরকারি এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সেনা অফিসার, নাকি পুলিশ কর্মকর্তা, এটা এখনো জানাতে চান না কেউ। পরিচালক সাকিব শুধু এটিই বললেন, আমাদের গল্পটা একদমই বাংলাদেশের। দেশের গল্প। দেশপ্রেমের গল্প। এটুকুই বলতে পারি।

অন্যদিকে রাফী এবার আসছেন ভৌতিক ঘরানার সিনেমা নিয়ে। রহস্য ও প্রতিশোধের গল্প এতে উঠে আসবে। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না তিনিও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.