× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেড় মাস আমি ফেসবুকে নেই: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৫:০৫ পিএম

ছবি:সংগৃহীত।

সম্প্রতি আমেরিকায় দেখা করেছেন শাকিব খান-শবনম বুবলী। তাদের রোমান্টিক সব ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সবাই অপেক্ষা করেছিলো অপু বিশ্বাসের পোস্ট দেখার জন্য। কিন্তু এ এক অন্য অপু। কষ্ট লুকিয়ে অবলীলায় কথা বলা আয়ত্ব করে নিয়েছেন। পরিপাটি লুক, পরিমিত হাসি আর মেপে মেপে কথা বলার মাধ্যমে অপু বুঝিয়ে দিলেন, তিনি বদলে গেছেন।

স্টার ডায়েরিতে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে দেখা মিললো এক নতুন অপুর। পুরোটা সময়ে কারও প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি, কাউকে বিদ্রুপ করেননি। সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো। তিনি দেখেছেন। ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই।

অপু বলেন, ‘‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসপি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে। কি হয়েছিলো ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিলো এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’’

অপু আরও বলেন, ‘‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিলো। আমি আসলে ওই দিন থেকেই এইসব এন্ড করে দিয়েছি। ’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন।

‘‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই। কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ আউট করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না। ’’- বলেন অপু।

অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপু বিশ্বাস। তিনি বলেন,  ‘‘আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে (সাকিব খান) ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না। ’’

অপু নিজেকে ভালোভাবে মেইনটেইন করছেন। তিনি সার্জারি করেছেন কিনা জানতে চাইলে বলেন, ‘‘সার্জারি কথাটা ভুল। আমি যদি টানা বিশ  দিন একটু বেশি খাবার খাই তাহলে মোটা হয়ে যাই, আবার যদি বিশ দিন ঠিকঠাক মেইনটেইন করি তাহলে আবার শুকিয়ে যাই।’’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.