× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়েকে রেখে অভিনয়ে দীপিকা

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৪:২১ পিএম

ছবি:সংগৃহীত।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর সিদ্ধান্ত নিলেন- সবার আগে মেয়ে দুয়া। মেয়েকে সময় দেবেন বলেই সিনেমা থেকে দূরে ছিলেন। অবশেষে মেয়ে দুয়াকে কাছছাড়া করতে হচ্ছে দীপিকাকে।

দীর্ঘ অপেক্ষার পর কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কিন্তু কার ছবি দিয়ে অভিনয়ে ফিরছেন দীপিকা? গত বছর ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন-রণবীর দম্পতির ঘর আলো করে আসে কন্যা দুয়া। তারপর থেকেই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন । মা হওয়ার পর তার কাছে অগ্রাধিকার ছিল কন্যা দুয়াই। তাই দিনের অধিকাংশ সময় মেয়েকে দেবেন বলেই ঠিক করেছিলেন দীপিকা।

এমনকি কোনো ন্যানির সাহায্য নেবেন না বলেও জানিয়েছিলেন। তাই কাজের পরিমাণ কমানোর আভাস দিয়েছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর হতে চলল দুয়ার বয়স। অবশেষে কাজে যোগ দিতে প্রস্তুত দীপিকা।

এর আগে পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। এমনকি নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে সিনেমা থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীকে। এর পরেই বলিপাড়ায় সমালোচনা-আলোচনার ঝড় ওঠে। তবে এ দীর্ঘ বিরতি শেষে এবার কার সিনেমা হাতে নিয়ে কাজে ফিরছেন দীপিকা?

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যাটলি পরিচালিত সিনেমায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রাথমিকভাবে এ সিনেমার নাম ঠিক করা হয়েছে- ‘এএ২২এক্সএ৬’। দীপিকাকে কত দিন শুটিং করতে হবে, সেসব নাকি ইতোমধ্যে ঠিক করা হয়েছে। 

চলতি বছরের নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। ১০০ দিন শুটিং করবেন অভিনেত্রী। এ সিনেমায় নাকি বেশ কিছু চমক থাকবে। লড়াইয়ের দৃশ্যেও দেখা যাবে দুয়ার মাকে। আল্লু ও দীপিকা ছাড়াও রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরও অভিনয় করবেন এ সিনেমায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.