× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আয়কর রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বেতন-ভাতা

ডেস্ক রিপোর্ট।

১২ আগস্ট ২০২৫, ১৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

দেশে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পাঁচ ধরনের ব্যক্তি করদাতা এই নিয়মের আওতার বাইরে থাকবেন, অর্থাৎ তাঁদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে কর কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তির বেতন ও ভাতাদি পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি, রিটার্ন জমা না দেওয়া করদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে করদাতাকে কয়েকটি ভোগান্তির মুখোমুখি হতে হতে পারে। এর মধ্যে রয়েছে:

১. আয়কর আইনের ধারা ২৬৬ অনুযায়ী জরিমানা,

২. ধারা ১৭৪ অনুযায়ী কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া,

৩. মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে বাধ্য হওয়া,

৪. প্রয়োজনীয় সেবার (যেমন গ্যাস, বিদ্যুৎ) সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি,

৫. বেতন-ভাতাদি পেতে জটিলতা।

অর্থাৎ, কারও করযোগ্য আয় থাকলেও তিনি যদি রিটার্ন দাখিল না করেন, তাহলে কর কর্মকর্তারা তাঁর বাসা বা প্রতিষ্ঠানের সেবাদান লাইন (যেমন গ্যাস ও বিদ্যুৎ) বিচ্ছিন্ন করে দিতে পারেন। একই সঙ্গে চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন ও অন্যান্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.