আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতার জন্মদিন। এবারের জন্মদিন ছেলের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে আগে সম্প্রতি কানাডা গিয়েছেন এই অভিনেত্রী। ঢাকায় থাকলেও জন্মদিন নিয়ে বিশেষ কিছু করা হতো না।
এবারের বিশেষ দিনটি কীভাবে কাটবে- এমন প্রশ্নে ববিতা বলেন, ‘অনিকের ছুটি নেই।
আজকের দিনেও তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কি, এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা-ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাব, মুহূর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।
দেশের সবাইকে খুব মিস করব। সবাইকে নিয়ে যদি জন্মদিন উপদযাপন করা যেত তাহলে ভালো হতো। আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি- যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পীচঢালা পথ’ সিনেমায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাকের বিপরীতে। ১৯৭৫ সালে ‘বাঁদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকামাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অর্ভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন।
সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয়ে দেখা যায়।