× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমে ব্যর্থ হলে দাবা খেলি: আদিত্য

বিনোদন ডেস্ক।

০১ জুলাই ২০২৫, ১৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত

নতুন ছবি 'মেট্রো ইন দিনো'-র প্রচারে ব্যস্ত অভিনেতা আদিত্য রায় কাপুর। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য তার ব্যক্তিগত জীবন ও প্রেম, বিচ্ছেদের অভিজ্ঞতা শেয়ার করলেন। 

প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কী করেন অভিনেতা? এই প্রশ্নের জবাবে আদিত্য জানান, তিনি এমন সময় নিজের ঘর গোছাতে পছন্দ করেন। 

তার কথায়, আমি হয়তো আমার দাবা খেলি বা বাথরুম পরিষ্কার করি। যেভাবেই হোক নিজেকে যেকোনও কাজে নিজেকে ব্যস্ত রাখি।

এই ছবিতে এক আধুনিক শহুরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠবে। 

আদিত্য বলেন, বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে।

সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, “আমি ‘ওল্ড স্কুল’। সম্পর্ক মানে শুধুই প্রেম নয় বন্ধু, পরিবার, ভাইবোন সবকিছু মিলিয়েই জীবন।

বর্তমানে সমাজে প্রচলিত ‘সিচুয়েশনশিপ’ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, এসব শব্দ বা ধারণা তার খুব একটা পরিচিত নয়। আদিত্যর মতে, সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.