× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ'

বিনোদন ডেস্ক।

১৫ মে ২০২৫, ২১:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদ উপলক্ষে মুক্তির পর থেকে এখনো দেশের প্রেক্ষাগৃহে দর্শক টানছে শাকিব খান অভিনীত চলচ্চিত্রবরবাদ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত বাণিজ্যিকভাবে সফল হয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড এবং ডেনমার্কে মুক্তির পর এবার মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে জায়গা করে নিচ্ছেবরবাদ

জানা গেছে, আগামী ১৫ মে থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে।বরবাদপরিবেশন করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএইচএফ। প্রতিষ্ঠানটি এর আগেবাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকোএবংহিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলো আন্তর্জাতিক বাজারে সাফল্যের সঙ্গে পরিবেশন করেছে।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, “'বরবাদ'–এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মুক্তি পাচ্ছে। এই অঞ্চলে প্রতিটি দেশে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে সময় লাগে। তাই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ।

চলচ্চিত্রটি এখন পর্যন্ত ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন করেছেযা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির বাণিজ্যিক সাফল্যের অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.