× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি অরাজনৈতিক মানুষ- আরিফিন শুভ

বিনোদন ডেস্ক।

০৫ মে ২০২৫, ১৩:০৬ পিএম । আপডেটঃ ০৫ মে ২০২৫, ১৩:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অনেকদিন ধরেই পর্দার বাইরে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তবে বিরতির সেই অধ্যায় শেষ করে এবার ঈদুল আজহায় ফিরছেন ভরপুর অ্যাকশন নিয়ে। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমানীলচক্র’, যার একটি ঝলক ইতোমধ্যে দেখা গেছে। এতে উচ্ছ্বসিত ভক্তরা অধীর অপেক্ষায় আছেন প্রিয় নায়কের প্রত্যাবর্তনের।

তবে এই ফিরে আসার পথটা শুভর জন্য খুব সহজ ছিল না। গত বছরের মাঝামাঝি থেকে তিনি নিজেকে প্রায় পুরোপুরি আড়ালে রেখেছিলেন। ব্যক্তিগত জীবনের টানাপড়েন মানসিকভাবে কঠিন সময় পার করেছেন। ওই সময়েই ভেঙে যায় তার সংসার। এরপর একাকিত্ব মানসিক সংকটের কথাও নিজেই প্রকাশ করেন।

শুভর ক্যারিয়ারে ধাক্কা আসে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার পর।মুজিব: একটি জাতির রূপকারচলচ্চিত্রে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করার পর তাকে তৎকালীন সরকারের সহযোগী কিংবা সুবিধাভোগী বলেও সমালোচনা করা হয়। সেই সময় তাকে কেন্দ্র করে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক।

তবে সেই অধ্যায়কে পেছনে ফেলে এখন নিজেকে পুরোপুরি কাজে ব্যস্ত রেখেছেন এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের কলকাতায়, যেখানে সৌমিক সেনের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজজ্যাজ সিটি’-তে কাজ করছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ স্পষ্টভাবে বলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন এবং সব সময়ই অরাজনৈতিক ব্যক্তি ছিলেন।

তার কথায়, পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে, সবকিছুর সঙ্গেই কিছুকোল্যাটারাল ড্যামেজহয়েছে। আপনি পার্কে হেঁটে যাচ্ছেন, হঠাৎই কোনো ঘটনায় জড়িয়ে পড়লেনএটা অনাকাঙ্ক্ষিত। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। সত্যি যদি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।

সেই সাক্ষাৎকারেই ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্নের জবাবে শুভ বলেন, বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম নয়। এর চেয়েও খারাপ ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। আমরা অভিনয় জগতে আছি বলেই আমাদের নিয়ে মুখরোচক গল্প হয়কী আর করা!

সব মিলিয়ে আরিফিন শুভ এখন নিজের কাজ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আশাবাদী।নীলচক্রসিনেমায় তার নতুন রূপ দর্শকদের সামনে হাজির হবে আসছে কোরবানির ঈদে। এতে শুরু হবে শুভর ক্যারিয়ারের নতুন অধ্যায়ভক্তদের এমনটাই প্রত্যাশা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.