× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়ূখকে ‘গাধা’ বললেন ঋত্বিক!

বিনোদন ডেস্ক।

২৫ এপ্রিল ২০২৫, ২৩:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা–র আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আবারও সমালোচনার মুখে। কখনও লাফিয়ে, কখনও দৌড়ে, কখনও চিৎকার-চেঁচামেচি করে সংবাদ উপস্থাপন—এই অতিরঞ্জিত ভঙ্গিমার জন্য তাকে অনেকেই 'কলকাতার মলম বিক্রেতা সাংবাদিক' নামে অভিহিত করেন। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে উদ্ভট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ব্যাপক সমালোচনার পাত্র হয়েছেন তিনি।

প্রেক্ষাপটে এবার পরোক্ষভাবে ময়ূখকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক পোস্ট করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন:

ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।

ঋত্বিকের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে যায়, কেউ কেউ এটিকে বছরের ‘সেরা স্যাটায়ার পোস্ট’ বলেও মন্তব্য করেন। অনেকেই প্রশ্ন তোলেন—অভিনেতা কি তবে সরাসরি ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ বলে ইঙ্গিত করলেন?

পোস্টের মন্তব্য ঘর ঘেঁটে দেখা যায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও ময়ূখের সাংবাদিকতা ও উপস্থাপনার ধরণে বিরক্ত। অনেকেই ঋত্বিকের সঙ্গে একমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন,একদম ঠিক বলেছেন। আরেকজন বলেন, এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করুন। কেউ আবার মন্তব্য করেন, “দারুণ উপমা, অসাধারণ!

উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা-র সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার বাইরে, টালিগঞ্জেও তার বেশ ওঠাবসা রয়েছে। প্রায়ই টলিউড তারকাদের সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে দেখা যায়।

এর আগেও ময়ূখের সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মিত্র। একজন নেটিজেন সেই সময় কটাক্ষ করে লিখেছিলেন, দেব আর থাকবে না দাদা এবার, রুক্মি কাছে দেব থাকবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.