কাশ্মিরের
পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন পর্যটকের
মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শিল্পী ও তারকারাও প্রকাশ
করছেন গভীর শোক ও নিন্দা। এবার
এ ঘটনার প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিলেন
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
বরাবরের
মতো এবারও প্রতিবাদের ভাষা হিসেবে গান বা মঞ্চ নয়,
নিজের নীরবতাকেই বেছে নিয়েছেন অরিজিৎ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বাতিল করেছেন আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে
অনুষ্ঠিতব্য তার সংগীতানুষ্ঠান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই সিদ্ধান্ত যৌথভাবে
নিয়েছে শিল্পী ও আয়োজক প্রতিষ্ঠান।
এক
বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, কাশ্মিরে পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনার কারণে
আমাদের আয়োজক দল ও অরিজিৎ
সিং সম্মিলিতভাবে শোটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ নিয়েছি।
বিবৃতিতে
আরও বলা হয়, যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আমরা সবাই এই শোকাবহ ঘটনার
নিকট নতশির।
উল্লেখ্য,
গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় কমপক্ষে
২৬ জন পর্যটক নিহত
হন এবং আরও ২০ জন গুরুতর
আহত হন। হামলার নেপথ্যে সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।