ছোট
পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি, যিনি ২০১৪ সালে একটি রিয়ালিটি শো-এর মাধ্যমে
শোবিজ জগতে পা রাখেন, বর্তমানে
এক কঠিন সময় পার করছেন। অভিনয়ের দক্ষতা ও মিষ্টি ব্যক্তিত্ব
দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সাম্প্রতিক
সময়ে একের পর এক ব্যক্তিগত
চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে মাহি জানান, তার জীবনে চলছে মানসিক চাপ, ভেঙে যাওয়া সম্পর্কের যন্ত্রণা, অনলাইন ট্রল ও নেতিবাচক মন্তব্যের
প্রবল চাপ। পাশাপাশি বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো পারিবারিক দায়ভারও তাকে ক্লান্ত করে তুলেছে।

দুই
বছর আগে প্রেমিক সাদাত শাফি নাবিল-এর সঙ্গে সম্পর্কের
কথা প্রকাশ্যে এনেছিলেন সামিরা। তবে এবার তিনি জানালেন সেই সম্পর্ক ভেঙে গেছে। নিজের কিছু ভুলের কথা স্বীকার করে মাহি লিখেছেন, আমি জানি, আমি কিছু হৃদয় ভেঙে ফেলেছি, আর তার জন্য
আমি সত্যিই দুঃখিত।
তবে
কষ্টের মাঝেও ভেঙে পড়েননি এই অভিনেত্রী। ভেতরের
শক্তি ও সহিষ্ণুতার কথা
জানিয়ে তিনি বলেন, আমি কেবল ক্লান্ত, হার মানিনি।
এসময়
মানসিক চাপে থাকা অন্যদের উদ্দেশে সাহস জুগিয়ে মাহি বলেন, আপনারা একা নন। আমরা সবাই মানুষ, শেখার, নিরাময়ের আর বেড়ে ওঠার
পথে আছি। আর সেটাই আমাদের
আসল শক্তি।