× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব নাকি- রুদ্রনীল ঘোষ

বিনোদন ডেস্ক।

২০ এপ্রিল ২০২৫, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের আকস্মিক বিয়ের খবরে যখন শুভেচ্ছার ঢল, তখনই ওপার বাংলায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন আরেক বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। একটি পডকাস্ট শোতে এসে তিনি বিয়ে শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

পডকাস্টে রুদ্রনীল বলেন, দুজন পূর্ণবয়স্ক নারী-পুরুষ যদি সম্মতিতে শারীরিক সম্পর্কে জড়ান, তাহলে তা নিয়ে কারও কিছু বলার থাকে না। বিছানায় শুয়েছি মানেই বিয়ে করতে হবেএই ধারণা ভুল।

তিনি আরও বলেন, সব সম্পর্কের ভিত্তি কিন্তু বিয়ে নয়। সবাই বিয়ে মাথায় নিয়েই শারীরিক সম্পর্কে যায় না। কেউ একজন বিয়ে করতে চাইলেই, অন্যজন বাধ্য নয় বিয়ে করতে।

রুদ্রনীলের মতে, বর্তমানে নারীরা আইনের সম্পূর্ণ সুরক্ষা পান, ফলে কেউ কেউ এর অপব্যবহারও করেন। তার কথায়, দুজনের সম্মতিতে ঘনিষ্ঠ হয়েছিলাম, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিইনি। সেটা নিয়েই আদালত পর্যন্ত গড়িয়েছিল একটা সম্পর্ক।

উল্লেখ্য, অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গে রুদ্রনীলের সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি কখনো সেসব সম্পর্ক স্বীকার বা অস্বীকার করেননি। তবে এক প্রেমিকা সম্পর্কে আইনগত জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, যেটি নিয়ে এই প্রথমবার সরাসরি মুখ খুললেন তিনি।

এই বক্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। অনেকে রুদ্রনীলের পক্ষ নিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে নারীবিদ্বেষমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন।

রুদ্রনীলের ভাষায়, মেয়েরা অনেক সময় আইনকে আবেগের হাতিয়ার বানিয়ে ফেলে। কিন্তু সম্পর্কের সম্মতির মানে সব সময় বিয়ে নয়। সম্পর্কের ভিত তৈরি হয় সম্মতিতে, চাপ দিয়ে নয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.