সম্প্রতি
একটি মোটরসাইকেল কোম্পানির আয়োজিত ইভেন্টে অংশ নিয়ে খোলামেলা পোশাকে নাচের কারণে বিতর্কের মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ইভেন্টে তার পারফরম্যান্সের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বডি ফিটিং পোশাকের কারণে অনেকেই তার নাচটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেন। এসব ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, আর মাহি হন
সমালোচনার শিকার।
তবে
বিষয়টি নিয়ে চুপ থাকেননি অভিনেত্রী। নিজের অবস্থান স্পষ্ট করে মাহি জানান, ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে তা ছড়ানো হয়েছে।
তিনি
বলেন, আমি ইভেন্টে প্রায় এক ঘণ্টা পারফর্ম
করেছি। নাচের মধ্যে বিভিন্ন মুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে কেউ কিছু অংশ জুম করে প্রকাশ করেছে, যেটা দেখতে বাজে লেগেছে। বিষয়টা একদমই ঠিক হয়নি।
মাহি
আরও বলেন, অনেকে ভেবেছেন আমি হয়তো নাচের কস্টিউমের নিচে কিছু পরিনি। কিন্তু তা নয়। আমি
ভেতরে আরও দুটি জামা পরেছিলাম। কস্টিউমটা বডি ফিটিং ছিল বলেই এমন মনে হয়েছে হয়তো।
কিছুটা
আক্ষেপের সুরেই তিনি বলেন, আমাদের তো নিজস্ব কস্টিউম
ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট
নেই। পারফরম্যান্সের মাত্র একদিন আগে কস্টিউমটা হাতে পেয়েছি। তখন সেটা পরিবর্তন করার সুযোগও ছিল না।