× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেগাস্টার কে? বাংলাদেশে কোনো মেগাস্টার সুপারস্টার নেই- মোহাম্মদ ইকবাল

বিনোদন ডেস্ক।

১৫ এপ্রিল ২০২৫, ১৪:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নবীন পরিচালক মোহাম্মদ ইকবাল মনে করেন, বাংলা সিনেমার এখন আর আগের গতানুগতিক ধাঁচে চলা সম্ভব নয়। সময় ও দর্শকের রুচির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা নির্মাণ করতে না পারলে দর্শক হারিয়ে যাবে— এমনটাই জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে।

ইকবাল বলেন, এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয়। কারণ এখন মোবাইলেই হলিউড-বলিউডের সব সিনেমা দেখে ফেলা যায়। এমন অবস্থায় বাংলা সিনেমা যদি পুরনো ঘরানায় থেকে যায়, তাহলে দর্শক হলে আসবে কেন?

তিনি যোগ করেন, সিনেমার পার্থক্য যদি এখানেই না থাকে, তাহলে কয়েকদিন পরে দর্শক বলবে— বাসায় বসেই দেখি, হলে গিয়ে সময় নষ্ট কেন করবো?

সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে কথা ওঠলে ক্ষোভ প্রকাশ করে ইকবাল বলেন, মেগাস্টার কে? এসব ফালতু কথা আমার সামনে বলবেন না।

তার মতে, ১০টা কিংবা ২০টা হল না, ঈদের সময় যদি ১ হাজার হল একসাথে সিনেমা চালায়, তখন দেখা যাবে কারা সত্যিকার অর্থে দর্শক টানতে পারে। তখনই প্রমাণ হবে কে মেগাস্টার, কে নয়।

ইকবাল আরও বলেন, অনেকে অনেক কিছু জানে, বোঝে, কিন্তু বলতে পারে না। আমি সাহস করে সত্য কথা বলছি। একটা বিবেক নিয়ে বলছি, যদি বাংলাদেশের সিনেমা ভালো অবস্থানে থাকতো তাহলে তো সিনেমা হল বাড়তো। কিন্তু উল্টো দিনে দিনে কমে যাচ্ছে কেন?

এ সময় ইকবাল ইঙ্গিত দেন, এফডিসিতে যেসব শিল্পী বা সংশ্লিষ্ট ব্যক্তি অবস্থান নিতে চান, তারা মূলত নিজেদের প্রচারের জন্য ‘স্ট্যান্ডবাজি’ করছেন। তিনি বলেন, পাবলিক এখন সেটা ধরতে শিখেছে— কে কী করছে, কেন করছে।

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল প্রথমবার পরিচালকের আসনে বসেন অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে নির্মিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিল হিম’ দিয়ে। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের প্রশংসার পাশাপাশি দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে। পরিচালক হিসেবে এই কাজ দিয়েই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ইকবাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.