আসন্ন
ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’। ছবিটি ঘিরে
শুরু থেকেই জল্পনা ছিল, শাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-কে। তবে সেই গুঞ্জন এখনও অনিশ্চয়তার ধোঁয়াশায়।
গত
মার্চে, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ
‘তাণ্ডব’ ছবির নির্মাণের ঘোষণা দেয় এবং সঙ্গে ফার্স্ট লুক প্রকাশ করে। সে সময় পরিচালক
রায়হান রাফী জানিয়েছিলেন, শাকিব খানের বিপরীতে কে থাকছেন, তা
রোজার ঈদের পর জানানো হবে।
তবে
সর্বশেষ খবর বলছে, ছবির জন্য এখনো নতুন নায়িকা খোঁজা হচ্ছে। অর্থাৎ, সাবিলা নূরের থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, বর্তমানে সাবিলা নূর আর ছবিটির সঙ্গে
যুক্ত নন। এমনকি তার অনুপস্থিতির কারণেই ৮ এপ্রিল ছবির
নির্ধারিত শুটিংও বাতিল করা হয়েছে বলে দাবি ওই সূত্রের। তবে
এই সিদ্ধান্তের প্রকৃত কারণ স্পষ্ট নয়।
এ
বিষয়ে নির্মাতা রায়হান রাফী সাংবাদিকদের বলেছেন, এই সিনেমায় কে
নায়িকা হচ্ছেন, সেটা আমরা এখনো বলিনি। যেহেতু কাউকে চূড়ান্ত করা হয়নি, তাই কাউকে বাদ দিচ্ছি—এমন কথাও বলছি না।
তবে
অভিনেত্রী সাবিলা নূর নিজেও এ বিষয়ে এখনও
আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
এদিকে,
সিনেমাটির একটি বিশেষ চরিত্রে জয়া আহসান কাজ করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ছবিতে মাত্র ৪০ সেকেন্ডের ক্যামিও
দিতে পারেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক, যার নাম এখনও প্রকাশ করা হয়নি।
ছবির
গল্প সম্পর্কে জানা গেছে, এটি একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটকীয় ঘটনাপ্রবাহ ঘিরে তৈরি হয়েছে। ‘তাণ্ডব’-এর মূল গল্প
নির্মাতা রায়হান রাফী নিজেই লিখেছেন এবং চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদনান আদিব খান।
সবকিছু
ঠিক থাকলে ‘তাণ্ডব’ চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।