দক্ষিণী
সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া শুধু অভিনয় দিয়েই নয়, আইটেম গানে নাচের জন্যও সমান জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে ‘আজ কি রাত’
গানে তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল। এরপর থেকেই একের পর এক আইটেম
গানের প্রস্তাব পেতে থাকেন তিনি।
সেই
ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে আলোচিত সিনেমা ‘রেইড টু’-এর একটি আইটেম
গানে। সিনেমাটি নিয়ে যেমন আগ্রহ, তেমনি শুটিং সেট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও আরও বাড়িয়ে দিয়েছে সেই কৌতূহল।
ভাইরাল
হওয়া ভিডিওতে তামান্নাকে দেখা গেছে সাদা ও সোনালি রঙের
ঝলমলে ব্রালেট এবং হাই স্লিট লেহেঙ্গায়। চারপাশে ব্যাকআপ ডান্সারদের মাঝে তিনি ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

চোখে-মুখে আত্মবিশ্বাস, আর ভঙ্গিমায় যেন
ছড়িয়ে দিচ্ছেন মোহ। এই লুকে তাকে
দেখে দর্শক-নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকে বলছেন, আগের চেয়েও আরও বেশি গ্ল্যামারাস লাগছে তাকে।
তামান্নার
নতুন এই রূপ ও
আইটেম গান ঘিরে এখন জোর আলোচনা চলছে সিনে অঙ্গনে। সিনেমার মুক্তির আগে শুধু এই গানেই যেন
তৈরি হয়ে গেছে আলাদা আগ্রহ।