× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করল শাকিব খানের এসকে ফিল্মস

বিনোদন ডেস্ক।

১০ এপ্রিল ২০২৫, ১৭:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনার মাধ্যমে তাদের কার্যক্রম সম্প্রসারণ করলো। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এবার থেকে যুক্তরাষ্ট্রে এসকে ফিল্মস ইউএসএ এবং মধ্যপ্রাচ্যে এসকে ফিল্মস ইউএই নামে নিয়মিত চলচ্চিত্র পরিবেশনার কাজ করবে প্রতিষ্ঠানটি।

গতকাল ( এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ তাদের আন্তর্জাতিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। সময় প্রযোজনা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক পরিসরে পরিবেশনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীতবরবাদ এই চলচ্চিত্রের মাধ্যমেই আন্তর্জাতিকভাবে পরিবেশনার যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি।

এসকে ফিল্মস আরও জানায়, খুব শিগগিরই তারা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অস্ট্রেলিয়া জুড়ে পরিবেশনার কাজ শুরু করবে। ইতোমধ্যে বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরে বাংলাদেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়াবরবাদমুক্তির পর দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও সিনেমাটির দর্শকপ্রিয়তা কমেনি। রাজধানীর সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে দেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও ছবিটি এখনও চলছে হাউজফুল শো-তে।

দর্শকদের এই আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় আন্তর্জাতিকভাবেবরবাদমুক্তি দিচ্ছে এসকে ফিল্মস ইউএসএ।

যুক্তরাষ্ট্রে যেসব শহরেবরবাদপ্রদর্শিত হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ফিলাডেলফিয়া।

অন্যদিকে কানাডায়, বাঙালি অধ্যুষিত মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো শহরে প্রদর্শিত হবে ছবিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.