পহেলা
বৈশাখ উপলক্ষে ফিলিস্তিনের পতাকা ও গিটার নিয়ে
শিল্পীদের শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (৯ এপ্রিল) দুপুরে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা জানান।
সংবাদ
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং দেশের শীর্ষ ব্যান্ড দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "এবারের বৈশাখ উদযাপন হবে দুই দিনব্যাপী এবং এ বৈশাখ বিশ্ব
শান্তির বার্তা বহন করবে।" তিনি মিউজিশিয়ানদের উদ্দেশ্যে বলেন, "ঢাকা ও ঢাকার আশপাশের
মিউজিশিয়ানদের বলছি, নিজেদের গিটার নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে চলে আসুন। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আমরা দেশটির প্রতি সংহতি জানাব। নববর্ষে আমরা কেবল নিজেদের জন্য শুভকামনা জানাতে চাই না, বরং প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানাতে হবে। এটি আমাদের একটা কালচারাল স্টেটমেন্টও হবে।’।"
এছাড়া,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ১৩ এপ্রিল চৈত্র
সংক্রান্তির কনসার্ট অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, দুপুর ২টায়। এই কনসার্টে দেশের
ব্যান্ড দলগুলো অংশ নেবে। মোস্তফা সরয়ার ফারুকী জানান, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা নেওয়া
হয়েছে এবং এবারের শোভাযাত্রায় রঙ এবং থিমের
পার্থক্য থাকবে পূর্ববর্তী শোভাযাত্রার থেকে। তিনি আরও বলেন, "লোকগীতির একটি অংশ থাকবে, ছায়ানট, সুরের ধারা এবং বাম্বা আয়োজনে থাকবে।"
পহেলা
বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পীদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে সকল শিল্পীকে অংশগ্রহণের আহ্বান জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, "নববর্ষের চারুকলার শোভাযাত্রায় বাঙালিসহ ২৮টি জনগোষ্ঠী যোগ দেবে এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ উপস্থাপনা থাকবে।"
এছাড়া,
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, "আসন্ন বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের
বর্ষবরণ উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাজসাজ রব দেখা যাবে।"