বর্তমানে
একমাত্র পুত্র আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও মায়ের আদরের পাশাপাশি ছেলে শাকিব খানের কাছ থেকেও বাবা আদর পায়, কারণ তার প্রাক্তন স্বামী প্রায়ই ছেলেকে দেখতে অপুর বাসায় আসেন।
গেল
ঈদেও শাকিব খান ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে গিয়েছিলেন। বাবা-ছেলের আনন্দের মাঝে কিছু খুনসুটি ওঠে আসে, যা তাদের সম্পর্কের
আন্তরিকতাকে ফুটিয়ে তোলে।
ঈদের
পর, যখন তারকাদের কাজের চাপ কমে যায়, তখন অপু বিশ্বাস ছেলেকে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে যান। সেখানে, সিঙ্গাপুরের মারলায়ন পার্কে তারা একটি ছবি তুলে ফ্রেমবন্দি হন, যেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে আছেন মা ও ছেলে।
অপু বিশ্বাস মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে
সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
একই
পোস্টে অপু আব্রামের একক ছবিও শেয়ার করেন, যেখানে তার ছেলেটি লাগেজের সাথে নায়ক সুলভ পোজে দাঁড়িয়ে আছে। ছবিটি মুহূর্তেই সকলের নজর কাড়ে।
মা-ছেলেকে একসাথে দেখে অনুরাগীরা তাদের প্রতি ভালোবাসা ও প্রশংসা জানান।
তাদের সৌন্দর্য ও সম্পর্কের আন্তরিকতা
নিয়ে প্রশংসা করেন অনেকেই।
এছাড়া,
শাকিব খান ও অপু বিশ্বাস
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে
বিয়ে করেছিলেন। ২০১৭ সালের ১০ এপ্রিল এই
বিয়ের খবর প্রকাশ্যে আসে, যখন অপু জয়কে নিয়ে একটি টেলিভিশন লাইভে আসেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদ
ঘটে এবং বর্তমানে অপু একমাত্র ছেলেকে নিয়েই তার জীবন পার করছেন।