× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা ইস্যুতে বিশ্বনেতাদের ধুয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৫, ২১:৫৯ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ২২:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ক্রমাগত বেড়েই চলেছে। গত ১২ ঘণ্টায় দখলদার বাহিনী খান ইউনিস এলাকায় সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং তাদের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা মানুষদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

গাজার স্বাস্থ্য সেবা খাত ধ্বংস হয়ে গেছে। দখলদার বাহিনীর হামলায় সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসকরাও রক্ষা পাচ্ছেন না। তাদেরকেও হত্যা করা হচ্ছে।

ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। বিশেষত আরব এবং বিশ্ব নেতাদের বিরুদ্ধে সমালোচনা জানিয়েছেন সাধারণ মানুষ ও শোবিজ তারকারাও। 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, "দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, তা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার জন্য নেমেছে।"

তিনি আরও প্রশ্ন করেছেন, "বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা আমরা জানি। কিন্তু বাকি বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?"

অন্তে হৃদয়ভাঙা আকুতি জানিয়ে জয়া লেখেন, "মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.