× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়

বিনোদন ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৫, ২১:৪৯ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ২১:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। ওই দিন থেকে বর্তমানে গড়ে প্রতিদিন ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য সেবা খাত ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এত বেশি মানুষ আহত হয়েছে যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এর পাশাপাশি চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে, যার কারণে সাধারণ মানুষকে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

আলজাজিরা জানায়, গত ১২ ঘণ্টায় দখলদার বাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে খান ইউনিস এলাকায়। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এই অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে গাজার মানুষের প্রতি সমবেদনা জানিয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ আজ (৬ এপ্রিল) বিকেলে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি শেয়ার করে লেখেন, “আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো?”

তিনি আরও লেখেন, “ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদের কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না?”

এমন মন্তব্যের মাধ্যমে সিয়াম আহমেদ সহ শোবিজের বহু তারকা এবং সাধারণ মানুষ ফেসবুকে গাজাবাসীর প্রতি নিজেদের সমর্থন ও দুঃখ প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.