× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেহজাবিনকে প্রপোজ করলেন রাজীব!

মোহাম্মদ আবদুল্লাহ শিকদার।

০৬ এপ্রিল ২০২৫, ১৮:০২ পিএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৫, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব নানা জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ১৩ বছর প্রেম করে বিয়ে করেছেন সে খবর পুরনো। তবে কে আগে প্রপোজ করেছে কে পরে তা নিয়ে কিন্তু কিন্তু থাকলেও ছেলেদের হাঁটু গেড়ে আঙটি বাড়িয়ে ক্লাসিক প্রপোজ টা তো করতে হবেই। আর এবার সেটাও দেখতে পেলো দর্শক-ভক্ত- শুভানুধ্যায়ীরা। যেনতেন জায়গায় নয়, একেবারে গিজার পিরামিডের সামনে! তবে বিয়ের পর প্রপোজ? এটা আবার কি?

না আসলে প্রপোজের সেই মুহূর্তগুলো তখনোই শেয়ার না করলেও আজ (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রপোজ করার সেই মুহূর্তগুলোর কিছু ছবি সবার সাথে শেয়ার করেন মেহজাবিন। পোস্টে তিনি লিখেছেন,আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং অবিস্মরণীয় দিনের একটি মুহূর্ত মনে পড়ে। আমি আমার অসাধারণ ‘প্রিয় মালতি’ টিমের সাথে মিশরে অবস্থান করছিলাম, আমাদের চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে। আমরা যা পরিকল্পনা করেছিলাম তা ছিল একটি সাধারণ ফটোশুট, পিরামিডের সামনে—যা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু জানতাম না, জীবনে আরও কিছু অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে।  

মেহজাবিন লেখেন, যখন আমরা সেই ঐতিহ্যবাহী পিরামিডের সামনে দাঁড়িয়ে ছিলাম, সেই "সাধারণ" ফটোশুট একেবারে আমার কল্পনার বাইরে চলে গেল। আচমকা, আদনান এক হাঁটু মাটিতে নেমে আমাকে প্রপোজ করল।  

সেই মুহূর্তটি ছিল একেবারে স্বপ্নের মতো—মিশর, এমন একটি স্থান যা ছোটবেলা থেকে আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল তার সমৃদ্ধ সংস্কৃতি, অমর ইতিহাস, পিরামিড আর মমির রহস্যে। এটি ছিল আমার ছোটবেলার বাকেট লিস্টের একদম ওপরে। আর তারপর, সেখানে এমন একটি বিশেষ মুহূর্ত ঘটতে…  

সবশেষে তিনি যোগ করেন, এটি ছিল জাদুকরী, অপ্রত্যাশিত এবং প্রতিটি দিক থেকে নিখুঁত।  

২০ নভেম্বর, ২০২৪—একটি দিন যা আমাদের হৃদয়ে চিরকাল স্মৃতিতে থাকবে, সাথে জুড়ে দেন লাভ ইমোজি।

যাই হোক বিয়ের পরে নয় আগেই প্রপোজ করেছিলেন আদনান আল রাজীব। আর মুহুর্তটাও বেছে নিতে একদম ভুল করেননি। ১৩ বছরের সম্পর্কে মেহজাবিনের বাকেট লিস্ট না জানার কথা নয় রাজীবের। কিন্তু একদম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার সেটাও ‘কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল’ এ…সবকিছু ঐ মেহজাবিনের কথায় ‘একেবারে নিখুঁত’ হতে হয়তো একটু অপেক্ষা না হয় করতেই হয়েছিল রাজীবকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.