‘সিকান্দার’ সিনেমা মুক্তির আগে সালমান খান জানিয়েছিলেন, তিনি কোনও ধরনের বিতর্ক চান না। তবে, ভাইজানের সেই প্রত্যাশা কিছুটা ভেস্তে গেছে। টিজার ও ট্রেলারে সাড়া ফেলার পরও, সিনেমাটি মুক্তির পরই বড় ধরনের বিতর্কের সম্মুখীন হয়। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে সিনেমার পরিচালক এ আর মুরুগাদোসের বিরুদ্ধে, যার কারণে ছবির শোয়ের সংখ্যা দ্রুত কমে যায় এবং প্রত্যাশিত আয়ের পরিমাণও মেলে না।
‘সিকান্দার’ যখন ‘ফ্লপ’ হতে চলেছে, তখন সালমান খান সরাসরি মন্তব্য করেন। তিনি জানান, ছবির প্রচারে ইন্ডাস্ট্রি তার পাশে দাঁড়ায়নি। সালমান খানকে সবসময় ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখা হয় এবং তিনি অন্যান্য তারকাদের ছবি প্রচারে নিয়মিত অংশ নেন। এমনকি মোহনলালের ‘এল ২: এমপুরান’ এবং সানি দেওলের ‘জাট’ ছবির প্রচারেও তিনি এগিয়ে এসেছিলেন। কিন্তু নিজের ছবি ‘সিকান্দার’-এর প্রচারে প্রায় কোনও বলিউড তারকাকে দেখা যায়নি।
সালমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “ওনারা হয়তো ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু সকলেরই সাহায্যের প্রয়োজন হয়, এমনকী আমারও।”
অনেকে মনে করেন, সালমান খানকে ইন্ডাস্ট্রি অনেকেই স্বয়ংসম্পূর্ণ হিসেবে দেখে এবং এই কারণেই তার ছবির প্রচারে সরে এসেছে।
এদিকে, ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ এখনও পর্যন্ত আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। সিনেমার প্রায় ৫০ শতাংশ শো কমে গেছে এবং সেই জায়গায় মোহনলালের ‘এল ২: এমপুরান’ প্রদর্শিত হচ্ছে। ভারতে ‘সিকান্দার’-এর বক্স অফিস কালেকশন এখনো ১০০ কোটি রুপি পার করেনি।
এখন দেখার বিষয়, সালমান খান কি বিতর্কের পর সেসব কাটিয়ে স্বমহিমায় ফিরে আসতে পারবেন, নাকি তার জন্য আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে।