× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের তৃতীয় দিনে কোন সিনেমার কত আয়?

বিনোদন ডেস্ক।

০৩ এপ্রিল ২০২৫, ২১:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদ উপলক্ষে দেশের বিনোদন অঙ্গনে আনন্দের ছোঁয়া লেগেছে। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ব্যাপক বেড়ে যায়। এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা, যা হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’, এবং ‘অন্তরাত্মা’। 

ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে সিনেমাগুলোর মুক্তির পর তিনদিনে আয় কত ছিল, তা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

বাংলাদেশে বক্স অফিস কালেকশনের নির্দিষ্ট রেকর্ড না থাকায় সিঙ্গেল স্ক্রিন থেকে আয় জানা একটু কঠিন, তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে, ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনের আয় জানা গেছে। 

তানভীর খালেদ জানান, একদিনে ব্লকবাস্টার ছাড়া অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতে আয় প্রায় ১ কোটি টাকা। ভবিষ্যতে স্টারের নতুন দুটি শাখা (পুলিশ প্লাজা বগুড়া, সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ) চালু হলে এবং রাজশাহীর শাখা মেরামত করা হলে সিঙ্গেল ডে তে মাল্টিপ্লেক্স গ্রস পটেনশিয়াল ১ কোটি ২০ লাখ টাকা হতে পারে।

এছাড়াও, ‘বরবাদ’ সিনেমার শো বেড়েছে প্রায় ৩৫%, যার ফলে আয়ও বেড়েছে ৩২%। স্টার সিনেপ্লেক্সে ৪২টি হাউজফুল শো দেয়া হয়েছে। তৃতীয় দিনেই বরবাদ সিনেমাটি গত বছরের আলোচিত সিনেমা ‘দরদের’ মাল্টিপ্লেক্স লাইফটাইম গ্রস (১.৫ কোটি) প্রায় ছুঁয়ে ফেলেছে। 

আয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে মেগাস্টার শাকির খানের ‘বরবাদ’। সিনেমাটি ৩য় দিনে ৫৬টি শো থেকে আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা, আর তিন দিনে মোট আয় হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা। 

দ্বিতীয় স্থানে রয়েছে অভিনেতা আফরান নিশোর ‘দাগি’, যা তিন দিনে ৩৩টি শো থেকে আয় করেছে ২৬ লাখ ৫৮ হাজার টাকা এবং মোট আয় হয়েছে ৬৯ লাখ ৪৩ হাজার টাকা।

সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি তৃতীয় দিনে ৯টি শো থেকে আয় করেছে ৭ লাখ ৯৯ হাজার টাকা, এবং তিন দিনে মোট আয় হয়েছে ২২ লাখ ১৭ হাজার টাকা। 

মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি তৃতীয় দিনে ৭টি শো থেকে আয় করেছে ৫ লাখ ৫ হাজার টাকা, আর তিন দিনে মোট আয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.