× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেক কেটে উদ্ধোধন করা হল বরবাদ

বিনোদন ডেস্ক।

৩১ মার্চ ২০২৫, ২৩:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদ উপলক্ষে দেশের বিনোদন অঙ্গনে উৎসবের আবহ দেখা যাচ্ছে। প্রতি বছর ঈদে একাধিক সিনেমা মুক্তি পায় এবং এ সময় প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক আনাগোনা হয়, যা বছরের অন্য সময়ের তুলনায় অনেক বেশি। 

এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে ৬টি ছবি, যার মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত মেগাস্টার সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যে সারাদেশে একযোগে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে ‘বরবাদ’-এর ৫০০ এর বেশি শো চলছে। 

এছাড়া, প্রেক্ষাগৃহ মধুমিতায় কেক কেটে শুভ উদ্বোধন করা হয় ‘বরবাদ’ সিনেমার। এই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের বাইরে শাকিব ভক্তদের উপচে পড়া ভীড়, যেখানে কেক কেটে সিনেমার শুভ উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে ছবিটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । sarabelasaradesh@gmail.com । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.