এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে মোট ছয়টি সিনেমা, যার মধ্যে দুটি ছবির প্রধান চরিত্রে আছেন মেগাস্টার শাকিব খান। তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু শাকিব খানের সিনেমা ‘বরবাদ’।
ছবিটির ট্রেলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে, আর গানগুলোরও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন হয়েছে। এর পর থেকেই দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটি দেখার জন্য। খবর পাওয়া গেছে, ‘বরবাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে প্রস্তুত, এবং এ ছবিটি ১০০টি হলের বুকিং ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে। এই বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী। তিনি বলেন, ‘বরবাদ’ এই সাফল্য অর্জন করার উপযুক্ত। এছাড়াও, যারা এই ছবিটি হাই রেন্টালে নিয়ে আছেন, তারা এর থেকে অনেক বেশি আয় করতে পারবেন বলেও আশ্বস্ত করেছেন সুমী।
শাকিব খানের 'বরবাদ' ছাড়াও এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। তাছাড়া, আরও বেশ কিছু ছবি মুক্তির জন্য প্রস্তুত, যেমন মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’, সিয়ামের ‘জংলি’, নিশোর ‘দাগি’ এবং ফারিয়ার ‘জ্বিন ৩’।