× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইফতার পার্টিতে গিয়ে ‘কাফের’ মন্তব্যের শিকার শান

বিনোদন ডেস্ক।

২৭ মার্চ ২০২৫, ১৯:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র রমজান মাস চলছে এবং ঈদও দুয়ারে কড়া নাড়ছে। আমজনতা থেকে শুরু করে তারকামহলও ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এই আবহে সম্প্রতি মুম্বাইয়ের খ্যাতনামা পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শান। 

রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন শান। তার সাজপোশাকও নেটপাড়ার নজর কেড়ে নেয়। তবে, একাংশ নেটিজেন ইফতার পার্টিতে শানকে দেখে বিরক্তি প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, "হিন্দু হয়ে ইফতারে কেন?" এবং কটাক্ষ করতেও ছাড়েননি। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শান ২০০৬ সালের 'ফানাহ' সিনেমার জনপ্রিয় গান 'চাঁদ সিফারিশ' গাইছেন। এই গানটির সঙ্গে সঙ্গেই আসিফ ভামলার ইফতার পার্টি মাতিয়ে দেন তিনি। শানের পরনে সাদা কুর্তা-পাজামা, গলায় সবুজ উত্তরীয় এবং মাথায় সাদা কাশ্মীরি টুপি ছিল। হাসিমুখে তিনি সকলের সঙ্গে আলাপচারিতা করেন এবং অনুরাগীদের সেলফি তোলার আবদার মেটান।

শানের ওই সৌহার্দপূর্ণ ভিডিও দেখে কিছু অনুরাগী প্রশংসা করলেও, নেটপাড়ার একাংশ 'ধর্ম' নিয়ে কটাক্ষ শুরু করেন। কেউ মন্তব্য করেন, "মুসলিম ধর্মে গান গাওয়া হারাম।" আবার কেউ বলেন, "হিন্দুরাই এভাবে হিন্দুদের শত্রু হয়ে ওঠে।" একজন তো তাকে ‘পাকিস্তানি কাফের’ বলেও কটাক্ষ করেন। 

এই নেতিবাচক মন্তব্যের সঙ্গে সঙ্গে শান প্রশংসাও পেয়েছেন। গায়ক নিজে কোনও প্রতিক্রিয়া না দিলেও, তার অনুরাগীরা পাল্টা নিন্দুকদের মনে করিয়ে দেন, "ধর্ম যার যার, উৎসব সবার।"

ক্যারিয়ারে একাধিক হিট গান উপহার দেওয়া শান সম্প্রতি 'সিকান্দার' সিনেমার 'ব্যোম ব্যোম ভোলে' গানে কণ্ঠ দিয়েছেন, যা হোলির প্রাক্কালে মুক্তি পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.