× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাকিব বিষয়টি দেখো- কাজী মারুফ

বিনোদন ডেস্ক।

২৭ মার্চ ২০২৫, ১৬:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নানা গুঞ্জন ও জল্পনার মধ্যে দিয়ে ঈদে মুক্তির অনুমতি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমাটি প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। তবে সিনেমার প্রদর্শনী শেষে বের হওয়ার সময় শাকিব ভক্তরা নির্মাতা কাজী হায়াতের গাড়ি আটকে ফেললে, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়, "আমার মারুফেরও লোক আছে।"

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ শাকিব খানের পক্ষ নিয়ে মারুফ এবং কাজী হায়াতের সমালোচনা করছেন, অন্যপক্ষ কাজী হায়াতের পক্ষ নিয়ে শাকিব ভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন।

এই বিষয়ে কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ ফেসবুক লাইভে বক্তব্য রাখেন। তিনি বলেন, "কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। তিনি যা করেছেন, তা একান্তই তার সিদ্ধান্ত এবং এটি সিনেমার ভালোর জন্যই হয়েছে, দেশের স্বার্থে তিনি কাজ করেছেন।"

মারুফ আরও বলেন, "‘মারুফের লোক আছে’ কথাটি বাবা বুঝিয়েছেন যে, আমারও একসময় দর্শক ছিল।"

এছাড়া, অনেকেই কাজী হায়াতের সিনেমায় ব্যবহৃত অশ্লীল ভাষা ও গালিগালাজ নিয়ে সমালোচনা করেছেন। মারুফ বলেন, "কাজী হায়াতের সিনেমায় অশ্লীল ভাষা ছিল। বিশেষত ‘ধর’ সিনেমাটি যদি আপনারা বুঝে দেখতে পারেন, তাহলে আপনাদের উচিত দেশ এবং নীতিমালার দিকে নজর দেওয়া।"

মারুফ বলেন, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তিনি মনে করেন, অনেকেই এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, "শাকিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আশা করি, এই সম্পর্ক নষ্ট হতে দেবেন না। আর যদি তা হয়, আমার বা বাবার কিছু যাবে আসবে না, শাকিবের ক্ষেত্রেও একই কথা।"

শেষে মারুফ শাকিব খানের কাছে একটি আহ্বান জানান, "শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো এবং ভক্তদের বাড়াবাড়ি বন্ধ করতে উদ্যোগ নাও।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.