নাটক এবং ওটিটিতে রাজত্ব করার পর এখন সিনেমার নায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন আফরান নিশো। তবে, এখানেই থেমে থাকেননি তিনি; এবার নিজের অভিনীত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন নিশো।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাগি’র জন্য গান গেয়েছেন নিশো। বুধবার, চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়, যেখানে আফরান নিশো এক নতুন পরিচয়ে হাজির হয়েছেন।
গানটি ইতোমধ্যে নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা হলো—‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, ততবারবার জাগি’।
গানটির কথাগুলি লিখেছেন রাসেল মাহমুদ, এবং সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। এই গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন আফরান নিশো।
নিজের গান গাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে নিশো গণমাধ্যমে জানান, তিনি কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন। অভিনেতা বলেন, "এটা আমার জন্য একরকম সারপ্রাইজ ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটি ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। পরে, একসময় আমাকে জানানো হয়, যদি আমি কণ্ঠ দেই তাহলে কী হবে?"