আওয়ামীপন্থী তারকারা হাসিনা সরকারের পতন ও দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়েন। এই তালিকায় ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, যিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। তার এই চরিত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং রাজনৈতিক পরিবর্তনের পর তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়।
দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে নানা জলঘোলা হয় এবং আওয়ামীপন্থী তারকাদের মধ্যে নুসরাত ফারিয়া সমালোচনার শিকার হন। তবে, এখন এসব বিষয় অতীত হয়ে গেছে এবং বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। আসন্ন ঈদে তার নতুন সিনেমাও মুক্তি পাবে।
সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কিনা। এর জবাবে স্পষ্টভাবে তিনি জানান, "আমি বলতে চাই, এখানে অনুশোচনার কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এই সিনেমার জন্য আমি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছর একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি, একটা নির্দিষ্ট শারীরিক ওজন বজায় রাখতে হয়েছে।"
তিনি আরও বলেন, "এই সিনেমার জন্য আমি আমার জীবনের পাঁচটি বছর দিয়েছি, সুতরাং যদি অনুশোচনা করি, তা আমার পেশাকেই অপমান করা হবে।"
তখনকার পরিস্থিতি নিয়ে নায়িকা জানান, "যখন সিনেমার জন্য আমার নাম এলো, বিশেষ করে শেখ হাসিনার চরিত্রে, পুরো বাংলাদেশ আমাকে অভিনন্দন জানাল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, পুরো বাংলাদেশ আমার দিকে আঙুল তুলছে। একটি চরিত্র করার আগে শিল্পীদের কিছু ভাবনার সুযোগ থাকে না। আমি তো বলব, আমার সেই ক্ষমতা ছিল না যে, সরকার একটি চরিত্র করতে বললে আমি সেটাকে 'না' বলে দেব। আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না?"
ফারিয়া আরও বলেন, "এই সিনেমার জন্য যে পরিস্থিতি আমি পার করেছি বা এখনও করছি, সেটা আমার ভাগ্যে লেখা ছিলো, খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।"
তিনি পডকাস্টে আরও বলেন, "যখন কোনো সরকারি কাজের প্রস্তাব আসে, তখন সেটা নিজের অতো পছন্দ না হলেও অগ্রাহ্য করা যায় না।"
জুলাই আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, "আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার মনে হয়েছিল, তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।"
এদিকে, আসন্ন ঈদে ‘জ্বীন ৩’ চলচ্চিত্রের মাধ্যমে তার ফিরে আসার কথা রয়েছে। এরই মধ্যে ছবির ‘কন্যা’ গানটি দর্শক এবং শোবিজ তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে।