গত বছরের মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী। অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী এবং বর্তমানে তারা দাম্পত্য জীবন উপভোগ করছেন। কাজের পাশাপাশি একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তারকা জুটি। উৎসব কিংবা ফিল্মি পার্টি, সব জায়গাতেই একসঙ্গে হাজির হন তারা এবং তাদের অনুরাগীরা অপেক্ষা করেন, কবে আবার একসঙ্গে তাদের দেখতে পাবেন।
গত সোমবার সেই অপেক্ষার অবসান ঘটালেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আদৃত তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন। কালো রঙের শার্ট পরে আছেন আদৃত, আর কৌশাম্বী পরেছেন গোলাপি রঙের শাড়ি ও কালো স্প্যাগেটি ব্লাউজ। ক্যাপশনে তিনি লিখেছেন, "মাঝে মাঝে খুব বিরক্ত করে..." এবং হ্যাশট্যাগে লিখেছেন ‘বউ’।
এই পোস্টে আদৃতপত্নী কৌশাম্বী মন্তব্য করেছেন, "লজ্জাও করে না, তাই না?" এর উত্তরে আদৃত লিখেছেন, "ম্যাডাম, আপনার কমেন্টটা আমি ইগনোর মারলাম! কিছু মনে করবেন না..."
এটি দীর্ঘ সময়ের জল্পনা শেষে ৯ মে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। হাওড়ার একটি নামী ব্যাঙ্কোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের সাজে কৌশাম্বী চক্রবর্তীর লাল রঙের বেনারসি, সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ এবং গা ভর্তি সোনার গয়না ছিল। অন্যদিকে বর আদৃত রায় পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি।
বিয়ে ও রিসেপশন দুইদিনই ছিল জমজমাট, এবং উপস্থিত ছিলেন 'মিঠাই' ও 'ফুলকি' ধারাবাহিকের সদস্যরা।
বর্তমানে আদৃত রায় ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ধ্রুব চরিত্রে অভিনয় করছেন এবং কৌশাম্বী চক্রবর্তী ‘ফুলকি’ ধারাবাহিকে কাজ করছেন।