× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নুহাশ হুমায়ুনের হাত ধরে নতুন রূপে 'তারা তিনজন'

বিনোদন ডেস্ক।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭ পিএম । আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘তারা তিনজন’ আজও দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে। নাটকে তিন চরিত্রে অভিনয় করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু। প্রায় ১১ বছর পর সেই চরিত্রগুলো এখনও দর্শকদের মনে দাগ রেখে যায়।

এবার, হুমায়ূন আহমেদের পছন্দের সেই তিন অভিনেতাকে নিয়ে নতুন একটি কাজ করেছেন প্রয়াত নির্মাতার ছেলে নুহাশ হুমায়ূন। সম্প্রতি, তাদের নিয়ে একটি কোম্পানির পাঁচটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে, যার নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন।

ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “নুহাশ হুমায়ূন পাঁচটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। দীর্ঘ ১১ বছর পর আমরা তিনজন (আমি, ডা. এজাজুল ইসলাম, এবং স্বাধীন খসরু) একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ তার নির্দেশনায় নতুন একটি মাত্রা যোগ করেছে, এবং আমি তার কাজে সত্যিই অভিভূত।”

হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ নাটকে স্বাধীন খসরু মামার চরিত্রে এবং ডা. এজাজুল ইসলাম তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন।

এখন পর্যন্ত পাঁচটি বিজ্ঞাপনের মধ্যে একটি প্রচারে এসেছে, যার শিরোনাম ‘জীবন একটা কুয়া’। বিজ্ঞাপনটি টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.