× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'পাপ'-এর টাকা না পেয়ে নায়িকার মামলা; জাজের আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আবদুল আজিজের গ্রেপ্তারের আদেশ দেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতা করার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন। চুক্তি অনুযায়ী, ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজিজ প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। বরং গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন এবং তাকে হুমকি দিয়েছেন, ‘‘বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবো’’।

এই বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী মুন জানান, তিনি বারবার টাকা ফেরত চেয়েছেন, কিন্তু আজিজ টাকা দেননি। এমনকি তার ফোনও ধরেননি এবং নানা ভয়-ভীতি দেখিয়েছেন, তাই তিনি বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, মামলার বিষয়ে আবদুল আজিজের মন্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রথম মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার নির্মিত সিনেমা ‘ভালোবাসার রঙ’। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক সিনেমা মুক্তি পেলেও, জাজের কর্নধার আবদুল আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় এসেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.