× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার রাস্তায় হেনস্থার শিকার আলিয়া

বিনোদন ডেস্ক।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাজিন আদর জৈন সম্প্রতি বিয়ে করেছেন আলেখা আদভানিকে। তাদের বিয়ের অনুষ্ঠানে সাধারণ অতিথির মতো উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর রাস্তায় ঘুরতে বের হন রণবীর-আলিয়া দম্পতি, এবং সেসময় তারা ছবি শিকারীদের নজরে পড়েন। একপর্যায়ে আলিয়ার হাতে টানাটানি শুরু করেন তার অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন নারী অনুরাগী আলিয়ার বাহু ধরে টানতে শুরু করেন। এমন পরিস্থিতিতে কিছুটা হতভম্ব হয়ে যান আলিয়া, কী করবেন বুঝতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় রণবীর তড়িঘড়ি এগিয়ে এসে স্ত্রীকে তার অনুরাগীদের পাগলামি থেকে রক্ষা করেন। এক হাতে আলিয়াকে আগলে নেন, অন্য হাত দিয়ে ভিড় সরিয়ে তারা এগিয়ে যান।

তবে, রণবীরের এই আচরণ নিয়ে কিছু নেটিজেন সমালোচনা করেছেন। তাদের মতে, ভিড় সরানোর সময় রণবীর যদি একটু কম রুক্ষ হতেন, তবে তা ভালো হতো। তার চোখে-মুখে স্পষ্ট ছিল বিরক্তি। এর আগেও একাধিকবার আলিয়া এবং তাদের শিশু কন্যা রাহাকে ভিড় থেকে রক্ষা করতে দেখা গেছে রণবীরকে, whether বিমানবন্দরে কিংবা প্রকাশ্য রাস্তায়। কখনও বিনীতভাবে, জোড়হাতে ছবি শিকারীদের প্রত্যাখ্যান করেছেন, আবার কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। তবে, রণবীরের এই আচরণ তার পরিবারের প্রতি যত্নশীলতারই প্রমাণ দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.