× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'গান একশো ডা ছাড়লেও লাভ নাই যদি নিজে না বদলান'

শাহ্ রুদ্রাক্ষী আকরাম।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গত বছর জুলাইতে যখন কোটাবিরোধী আন্দোলনে সারাদেশ উত্তাল, সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী যখন সরাসরি গুলি চালিয়ে জঘন্যতম্য হত্যাকান্ড শুরু করে তখন দেশের শিল্পাঙ্গণের বিশেষ করে সঙ্গীতাঙ্গণের বড় বড় নাম কুলুপ এঁটে বসেছিল। সেই উত্তালসময়ে যখন কোটাবিরোধী আন্দোলন ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলনে রূপ নিচ্ছে তখনই ঠিক ১৬ জুলাই যেদিন শহীদ আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক পেতে দেয়, সেদিন রাতেই নারায়ণগঞ্জের এক র‍্যাপার সেজান প্রকাশ করে 'কথা ক'। যেখানে সেজানের কথায় উঠে আসে ঐতিহাসিক লাইন, '৫২ আর ২৪ এর তফাৎ কইরে?, কথা ক!' গানটি সেসময় লাখো তরুণের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বেলে দেয়।

দেশের সাম্প্রতিক অস্থিতীশিল পরিস্থিতি নিয়ে সেজান তাঁর পেইজে গতকাল (২৪ ফেব্রুয়ারি) একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, "গান একশো ডা ছাড়লেও লাভ নাই যদি নিজে না বদলান। আর্টিস্টের দিক চাইয়া না থাইকা নিজের মধ্যে নিজ নিজ পরিবারে-পরিবেশে পরিবর্তন আনেন। এডাই "কথা "  "আওয়াজ উডা" মেসেজ। এক সেজানে মরলেও জানি লাখো সেজান কথা কয়।

পোস্টটিতে অসংখ্য ভক্ত তাঁর কথায় সাড়া দিয়েছেন। কেউবা নিজের মত দিয়েছেন, কেউবা তাঁর বিপ্লবী চরিত্রের প্রশংসায় মত্ত।  

রুবেল নামে এক ভক্ত কমেন্ট করেছেন, আপনার গানটা তখন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সবাইকে। অপু ইসলাম নামে আরেক ভক্ত লিখেছেন, আপনি প্রতিবাদী, আপনারে ভালবাসি।আপনার প্রতিবাদকে শ্রদ্ধা করি।

গতকালই সেজানের নতুন গান 'আই এইন্ট আ কিলার' (আমি খুনি নই) তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.