× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই শিশুর সঙ্গে কি ঘটেছিল ভাইজানের?

বিনোদন ডেস্ক।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭ পিএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউডের ভাইজান সালমান খান। তিনি মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের আবদার পূরণ করার চেষ্টা করে থাকেন। মেজাজ ভালো থাকলে সেলফি তোলার অনুরোধেও রাজি হয়ে যান। আবার ভক্তদের সামনে দেখলে, এক বার হলেও হাত নাড়তে ভুলেন না।

সম্প্রতি সালমানের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যেখানে সালমানকে মেজাজ হারাতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। সেই সময় তাকে দেখতে পেয়ে অনুরাগীরা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু কোনও এক অজানা কারণে সে সময় মুখে হাসি ছিল না সালমানের।

সালমানের মুখের এই বিরক্তি ছাপ চোখে পড়েছে নেটিজেনদের। কারও মনে হয়েছে সালমন বেশ বিরক্ত। অনেকেরই আবার ধারণা সালমান আসলে ক্লান্ত, সেটাও ভুল নয়। অনেক দিন থেকে ট্রাভেল করছেন তিনি। আবার অনেকের মনে হয়েছে, বিমানযাত্রার দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে পড়েছেন ভাইজান।

এছাড়াও ভিডিওতে সালমানের সঙ্গে ছিলেন কিছু শিশু, যাদের তিনি আগের মতো আন্তরিকতা দিয়ে প্রতিক্রিয়া দেখাননি, যা নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে। ভিডিওটি দেখার পর অনেকেই মন্তব্য করেছেন, এটি সালমানের মেজাজের পরিবর্তনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.