× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত-পাকিস্তান ম্যাচে উর্বশীকে কেক পাঠালেন ঋষভ পন্থ?

বিনোদন ডেস্ক।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাকি কেবল দুই দিন, এরপরই ৩১ তম জন্মদিন পালন করবেন উর্বশী রাউতেলা। তবে তার জন্মদিনের আগে তিনি একটি প্রি-সেলিব্রেশন আয়োজন করেছেন, যা ছিল ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সঙ্গে যুক্ত। দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে গোলাপি বডিকোন পোশাক পরে হাজির হন উর্বশী। হঠাৎই মাঠে তার জন্য আসে বিশাল একটি কেক। সেই কেকের ছবি শেয়ার করে তিনি লেখেন, "জন্মদিনের এই সারপ্রাইজের জন্য অনেক ধন্যবাদ।"

ক্রিকেটের সঙ্গে উর্বশীর সম্পর্ক অনেক পুরনো। ঋষভ পন্থের সঙ্গে তার সম্পর্কের গসিপ অনেকেরই জানা। তবে এই কেকটি কি ঋষভ পন্থ পাঠিয়েছেন? এ নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকে। তবে অভিনেত্রী নিজেই জানিয়ে দেন, এই আয়োজন করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকেই কেক পাঠানো হয়েছিল।

তবে কেক কেটে আবারও কটাক্ষের মুখে পড়েন উর্বশী। অনেকেই দাবি করেন, তিনি একজন আত্মপ্রচারে আগ্রহী অভিনেত্রী, এবং সেই কারণেই কেকটি তিনি নিজেই কিনে এনে ছবি পোস্ট করেছেন। 

তবে এসব কটাক্ষের পরও আপাতত কোনো সাড়া দেননি উর্বশী। বর্তমানে তার ছবি 'ডাকু মহারাজ' নেটফ্লিক্সে নম্বর ওয়ানে ট্রেন্ড করছে। জানা যাচ্ছে, এই ছবির একটি আইটেম গানের জন্য তিনি এক কোটি টাকা নিয়েছেন। 

উল্লেখযোগ্য, গত রোবাবার ভারত-পাকিস্তান ম্যাচে জয়লাভ করেছে রোহিত শর্মার ভারতীয় দল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.