নানা
জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের
পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তার পাত্র হলেন দীর্ঘদিনের প্রেমিক, পরিচালক ও প্রযোজক আদনান
আল রাজীব। আজ (২৪ ফেব্রুয়ারি) ঢাকার
অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গতকাল
(২৩ ফেব্রুয়ারি) তাদের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু
হয়েছে।
মেহজাবীন
চৌধুরীর গায়েহলুদের অনুষ্ঠানে বেশ কিছু বিধিনিষেধ ছিল, বিশেষ করে অতিথিদের ছবি এবং ভিডিও তোলার অনুমতি ছিল না। তবে এর মধ্যেও মেহজাবীন
ও আদনান আল রাজীবের কিছু
মুহূর্ত প্রকাশ পায় সামাজিক মাধ্যমে, যেখানে তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলোর মধ্যে তাদের সাথে একটি ব্যান্ডদলের উপস্থিতি ছিল, যা থেকে বোঝা
যায়, তাদের বিয়েতে তারা নাচ-গানে মেতে উঠেছিলেন।
এই
অনুষ্ঠানে শুধু পরিবার ও কাছের বন্ধুরাই
উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে রিসোর্টে কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের
সদস্যরা পৌঁছাতে শুরু করেন, এবং বিনোদন জগতের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
অংশ নেয়া একটি সূত্র জানায়, বিয়ের ছবি আগে সামাজিক মাধ্যমে মেহজাবীন নিজেই শেয়ার করবেন, এরপর অন্য অতিথিরা তা শেয়ার করতে
পারবেন। গায়েহলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেছিলেন লেহেঙ্গা, আর আদনান পরেছিলেন
পাঞ্জাবি-পায়জামা।