× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাসায় ঢুকে ছোটপর্দার অভিনেতা আজাদকে দুর্বৃত্তদের গুলি

বিনোদন ডেস্ক।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১ পিএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাভারের আশুলিয়ায় নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ। এসময় তার স্ত্রীও দুর্বৃত্তদের হামলায় আহত হন। ঘটনাটি ঘটেছে আজ (২৩ ফেব্রুয়ারি)  ভোর সাড়ে তিনটার দিকে, আশুলিয়ার জিরাবো এলাকায়। বর্তমানে তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিনেতা আজিজুর রহমান আজাদ তার স্ত্রীকে নিয়ে জিরাবোর বাসায় বসবাস করেন। আজ (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে দুইজন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্নাঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। অভিনেতা আজাদ তার স্ত্রী বিষয়টি টের পেয়ে বাইরে এলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে। একই সময়ে, দুর্বৃত্তরা তার স্ত্রীকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরাস্থ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অভিনেতার দুই পায়ে গুলি করেছে এবং তার স্ত্রীকে আঘাত করে আহত করেছে। তবে বাসা থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি।

ওসি আরও জানান, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.