× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুঝতে পারিনি- উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক।

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডাকু মহারাজ' ছবির ‘দাবিডি দিবিডি' গানে অভিনেত্রী উর্বশী রাউতেলার নাচ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা যেন থামছেই না। নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে তার নাচ অনেক দর্শকের কাছে ‘অশালীন' মনে হয়েছে।

উর্বশী অবশ্য এই সমালোচনাকে তেমন পাত্তা দিচ্ছেন না। এদিকে উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি। তিনি নিজেকে ‘ভাগ্যবতী' বলছেন এবং জানিয়েছেন যে সাফল্য আসলে এমন কটাক্ষ নিয়েই আসে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছুই ঠিক ছিল।’

উর্বশীর দাবি, দর্শক নাচের ভঙ্গি সহজভাবে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’

নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু'জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। তার সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.