× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীকে নিয়ে শুটিং-এ তাহসান খান

বিনোদন ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বছরের শুরুতেই বিয়ে করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। নতুন স্ত্রী রোজা আহমেদকে নিয়ে হানিমুন সেরে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি নিজের কাজে মন দিয়েছেন।

এর মধ্যেই স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে নতুন একটি গানের শুটিংয়ে দেখা যায় তাহসানকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই শুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করেন, নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের  চরিত্রে দেখা রোজা আহমেদ। যদিও সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে তাহসান জানিয়ে দেন, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সেখানে তিনি নিজের কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেছিলেন। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি! এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত বলএ জানিয়েছেন তআহসান। সদ্য মুক্তি পাওয়া শীণেমা ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি গান থাকছে তাহসানের; যা নিয়েই মূলত তাহসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা।

তাহসান

ছবিঃ তাহসান খান

ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসানের ভাষ্য, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

ভালোবাসা দিবসের মর্যাদা তাহসানের কাছে কতটা, সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’

বিষয় : তাহসান খান

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.