× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ আসছেন বাংলাদেশে!

বিনোদন ডেস্ক।

২১ জানুয়ারি ২০২৫, ২০:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত

‘রিস্তা পুরানা’ বিখ্যাত এই গানের গায়ক পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। এবার তিনি গান গেয়ে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন। এই সুখবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

জনপ্রিয় এই গায়ককে বাংলাদেশে স্বাগত জানাচ্ছে ‘মেডলি এন্ড মাইন্ড কমিউনিকেশন’। একটি ছোট ভিডিও আপলোডের মাধ্যমে মুস্তফা বাংলাদেশের আসার কথা জানিয়েছেন।

    

গতকাল (২০ জানুয়ারি) রাতে ‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’ তাদের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোষ্ট করে পাকিস্তানি এই গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।



আপলোড করা ভিডিওতে মুস্তফা ক্যামেরার সামনে বসে বলেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি। 'আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।'


জানা যায়, মুস্তফার সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দলও। যদিও এখনও ভেন্যু চূড়ান্ত করা হয়নি, তবে আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.