‘রিস্তা পুরানা’ বিখ্যাত এই গানের গায়ক পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। এবার তিনি গান গেয়ে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন। এই সুখবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
জনপ্রিয় এই গায়ককে বাংলাদেশে স্বাগত জানাচ্ছে ‘মেডলি এন্ড মাইন্ড কমিউনিকেশন’। একটি ছোট ভিডিও আপলোডের মাধ্যমে মুস্তফা বাংলাদেশের আসার কথা জানিয়েছেন।
গতকাল (২০ জানুয়ারি) রাতে ‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’ তাদের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোষ্ট করে পাকিস্তানি এই গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।
আপলোড করা ভিডিওতে মুস্তফা ক্যামেরার সামনে বসে বলেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি। 'আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো এবং টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।'
জানা যায়, মুস্তফার সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান, লেভেল ফাইভ সহ বেশ কয়েকটি ব্যান্ড দলও। যদিও এখনও ভেন্যু চূড়ান্ত করা হয়নি, তবে আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।