× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে ‘ইমার্জেন্সি'র শো-এ 'ভারত নিপাত যাক' স্লোগান, প্রদর্শনী বন্ধ

বিনোদন ডেস্ক।

২১ জানুয়ারি ২০২৫, ১৯:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মুক্তি পাওয়ার আগ থেকেই একের পর এক বিতর্কে জড়ানো 'ইমার্জেন্সি' সিনেমাটি অবশেষে সেন্সরবোর্ডের বাঁধা কাটিয়ে প্রেক্ষাগৃহে চলছে। তবে মুক্তি পাওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনা রানাওয়াত অভিনীত এই সিনেমাটির।

লন্ডনে ছবিটির এক শো-এ ঘটে যায় নানান বিশৃঙ্খলা। ভারতীয় গণমাধ্যমের খবর, গতকাল (২০ জানুয়ারি) রাতে লন্ডনের হ্যারো ভ্যু সিনেমা হলে দেখানো হচ্ছিল ‘ইমার্জেন্সি'। সে সময় ভারতবিরোধী স্লোগান দিয়ে হলে ঢুকে পড়ে খালিস্তানিরা। এ ঘটনা কেন্দ্র করে শহরের শো বন্ধ রেখেছে লন্ডন প্রশাসন।

‘ইমার্জেন্সি' র সেই শো-এ দর্শকদের অধিকাংশই ছিলেন প্রবাসী ভারতীয়। সিনেমা শুরু হওয়ার ৪০ মিনিট  পরে আচমকাই হলে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে খলিস্তানিরা। মুখোশ পরা কয়েকজন মিলে হলের মধ্যে ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। দর্শকদের মধ্যে শিখ দাঙ্গার লিফলেট বিলি করেন। অধিকাংশই চিৎকার করে বলতে থাকেন, ‘ভারত নিপাত যাক।

এর ১০ মিনিটের মধ্যে হলে পুলিশ পৌঁছে যায়। দর্শকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় হলের বাইরে। কিন্তু তাণ্ডবকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের তরফে যুক্তি, প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলেরই। যেহেতু কেউই আহত হননি তাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তড়িঘড়ি সিনেমার শো বন্ধ করে দেওয়া হয়। ব্রিটেন নিবাসী শিখ নেতা জসবীর সিং বলেন, শিখবিহীন ভারতবর্ষ গড়ে তোলার প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইমার্জেন্সি ছবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.