× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন বাহিনীর পোশাক নিয়ে অভিনেত্রী শাওনের মন্তব্য

বিনোদন ডেস্ক।

২১ জানুয়ারি ২০২৫, ১৯:০০ পিএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুলিশসহ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের প্রাথমিকি অনুমোদন দিয়েছে। এ তিন পোশাক সংস্কারের ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।

এই সমালোচনা করা থেকে বাদ পড়েনি শোবিজ তারকারাও। বাদ যাননি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনও। বিষয়টি নিয়ে গতকাল (২০ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে একটি পোষ্ট করেন।

পোষ্টে তিনি লিখেছেন, “পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে—নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।”


ছবিঃ অভিনেত্রী শাওনের করা পোষ্ট


“আমার শুধু একটাই কৌতূহল। এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কী অন্য কোনো কোটায় পাবেন?”


উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার শিকার হন শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.