× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিস মার্টিন, ইউ মেক মি ফিল স্পেশাল- শাহরুখ খান

বিনোদন ডেস্ক।

২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মুম্বাই মাতালো বিশ্বব্যাপী খ্যাতির চূড়ায় থাকা ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম 'কোল্ডপ্লে'। ব্রিটিশ এই রক ব্যান্ডটির ভোকালিস্ট ক্রিস মার্টিন মুম্বাইয়ের মঞ্চ মাতাবেন আর বলিউড বাদশা শাহরুখ খানের নাম নেবেন না তা কি করে হয়!

গত ১৮ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পারফর্ম করে ব্রিটিশ রক ব্যান্ড 'কোল্ডপ্লে'। শাহরুখ খান সেসময় সশরীরে উপস্থিত না থাকতে পারলেও কনসার্টের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে একটি পোস্ট দেন।

পোস্টটিতে তিনি কোল্ডপ্লে'র বিখ্যাত 'ইয়েলো' গানটির শুরুর কয়েকটি লাইন লিখে তার সাথে যোগ করেন, 'ইউ মেক মি ফিল স্পেশাল'।

পোস্টটির মানে করলে দাঁড়ায়, "তারাগুলোর দিকে দেখো, দেখো ওরা কেমন জ্বলজ্বল করছে ওরা, তোমারই জন্য, তোমার সব কিছুর জন্যই...,আমার ভাই ক্রিস মার্টিন! তুমি আমাকে সবসময় তোমার গানগুলোর মতই স্পেশাল ফিল করাও। তোমার ও পুরো ব্যান্ডের জন্য রইল অবিরাম ভালবাসা ও উষ্ণ আলিঙ্গন। এক বিলিয়ন বন্ধু থাকলেও তোমার মত বন্ধু পাওয়া দুস্কর। ভারত তোমাকে ভালবাসে।"

এদিকে পারফর্ম চলাকালীন সময়েই কেউ এসে পোস্টটি ক্রিস মার্টিনকে দেখালে শাহরুখের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগা প্রকাশ করেন ক্রিস মার্টিন। ক্রিস মার্টিন এসময় শাহরুখকে বলেন, 'এভারগ্রিন!'

উপস্থিত দর্শকরা এসময় উল্লাসে ফেটে পড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.