আশনা হাবিব ভাবনা ‘ভয়ংকর সুন্দর' চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন। তারও বহু আগে থেকেই তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। নাম ভাবনা হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি ভেবেচিন্তে পোস্ট করেন কিনা তা তিনিই ভাল বলতে পারবেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে আওয়ামী লীগের সমর্থন জানার কারণে জনগণের তোপের মুখে পড়েছিলেন ভাবনা। এরপর থেকেই বির্তক যেন তার পিছু ছাড়ছে না।
হাসিনা দেশ থেকে পালানোর পর ভাবনাও গা ঢাকা দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। নিয়মিত করছেন পোস্ট।
সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ৫ বছর পুরনো একটি পোস্ট শেয়ার করেছেন ভাবনা। সেই পোস্টে একটি দু'লাইনের কবিতা লেখা।
'শিল্প আমাকে বেঁধে রাখতে পেরেছে আর কিছুই আমাকে বেঁধে রাখতে পারে নি' - ইশরাত নিশাত
পোস্টটির ক্যাপশনে ভাবনা লিখেছেন একই অনুভবে বেঁচে আছি আমিও। এদিকে গত বছর ৫ আগস্টে দেশব্যাপী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 'আলো আসবেই' নামক হোয়াটসঅ্যাপ গ্রুপকান্ডে জড়িত থাকার বিষয়টি ফাঁস হয়ে গেলে তার বেশিরভাগ পোস্টের কমেন্ট বক্স সমালোচকদের তোপের মুখে ভরে যায়।
ভাবনা এই পোস্টের কমেন্টবক্স ও বন্ধ রেখেছেন।