× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সত্যিকারের সুখ খুঁজে পাওয়া সহজ নয়: মিশা সওদাগর

ডেস্ক রিপোর্ট।

২০ জানুয়ারি ২০২৫, ১৯:০২ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ পিএম

মিশা সওদাগর : ছবি সংগৃহীত

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন মিশা সওদাগর। সাধারণত খল চরিত্রে অভিনয় করা শিল্পীদের ভিন্ন দৃষ্টিতে দেখা হলেও তার ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। বর্তমানে তিনি ঢালিউডের শীর্ষ খলনায়কদের একজন। তিন দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় দর্শকদের বিনোদন দিয়ে আসছেন এই অভিনেতা। এখন পর্যন্ত তিনি ৯৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যা একটি অনন্য রেকর্ড।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিশা সওদাগর। সেখানে তিনি প্রায়ই নিজের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে উল্লেখ করেছেন—সত্যিকারের সুখী হওয়া অত্যন্ত কঠিন।

গতকাল (১৯ জানুয়ারি) ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, "সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কী? সবাই ভালো থাকুক।"


তার এই পোস্টে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, "একদম ঠিক বলেছেন। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হলেও ইতিবাচক মানসিকতা জীবনকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য।"

প্রসঙ্গত, মিশা সওদাগর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন কিছু সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.