× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহরুখকে কষিয়ে চড় মারার ইচ্ছা প্রকাশ জয়া বচ্চনের

বিনোদন ডেস্ক।

১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৯ পিএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউড ইতিহাসে রূপালি পর্দার অন্যতম সেরা জুটি শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। পর্দায় তাদের কেমিস্ট্রি ভক্তদের মনে এখনো আলোড়ন তোলে। 'জোশ', 'মহব্বতে' বিশেষ করে 'দেবদাস' এর শেষ দৃশ্যে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহরুখ তখন দৌড়ে এসে শেষবারের মত দেখতে পারলেন না ঐশ্বরিয়া রাই, তার আগেই বিশাল দ্বার রুদ্ধ করে দেওয়া হল, সেই সিন কি ভোলার মত?

কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ছেদ পড়েছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে। জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে!

শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছেপ্রকাশ করে ফেলেন জয়া বচ্চন।

চলতি শতকের শুরুর দিকে ঝামেলা তৈরি হয়েছিল শাহরুখ-ঐশ্বরিয়ার মাঝে। দু'জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশ্য ঐশ্বরিয়া প্রসঙ্গে একবার খুল্লম খুল্লা জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে 'বীর জারা', 'চলতে চলতে'-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!

পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যা তথাকথিত শাহরুখোচিত নয়। ফলে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে।

যে কারণে ২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গে জয়া বচ্চন কাটা ভাষায় সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও  এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম যদি এমন কিছু করত।

অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.