ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা-২’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানা যায়, এই মামলা করে বাক উডল নামের এক অ্যানিমেটর। তাঁর অভিযোগ, তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেশন সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। সেইখান থেকেই ডিজনি 'মোয়ানা-২'র গল্প টুকে নিয়েছে।
প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমিতে রচিত 'বাকি' ও 'মোয়ানা টু' গল্প দুটি। দুই চিত্রনাট্যেই দেখা যায়, কয়েকজন কিশোর কিশোরী তাদের মা-বাবার শাসন না মেনে নিজেদের আবাসস্থল বাঁচাতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঝাঁপিয়ে পড়ে।
‘মোয়ানা টু’র চিত্রনাট্যের লেখক ও পরিচালক ডেভিড জি ডেরিক জুনিয়র। প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে ‘মোয়ানা টু’ বানানো হলেও পরে আরও কিছু কাজ করে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ‘মোয়ানা’র সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র - দ্য হলিউড রিপোর্টার।